ভোটার স্লিপ একজন প্রার্থীকে তার ভোটারদেরকে চিনতে এবং নির্দিষ্ট ভোটারদের কাছে যেতে অগ্রনী ভূমিকা পালন করে। এছাড়া ভোটার স্লিপ ভোটারদের মাঝে ভোটদানে উৎসাহ তৈরী করে। তাই একটি নির্বাচনে ইহার গুরুত্ব অপরিসীম।
অনেকেই ভোটার স্লিপকে হাতে লিখে প্রদান করে থাকেন যা যেমন বিরক্তিকর তেমনি সময় অপচয়ও হয় বেশি।
প্রার্থীদের চাহিদা অনুসারে আমরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কয়েক ধরনের ভোটার স্লিপ তৈরী করে থাকি। যা যেমন সৌন্দর্য তৈরী করে তেমনি সময় অপচয় কমায়।
ইহার সাইজ 4.2”×5.5”
ইহার সাইজ 5.5” × 4.2”
ইহার সাইজ 8.25” × 2.75”
ভোটার স্লিপ তৈরী করতে যা লাগবে-
1। ডিজাইনের Ai ফাইল অথবা প্রার্থীর ছবি ও নির্বাচনী প্রতিক বা মার্কার ছবি এবং যা যা লিখতে হবে তার বিস্তারিত।
2। ভোটার লিস্টের সিডি বা ডিভিডি
2। ভোটকেন্দ্রের লিস্ট।
বিস্তারিত জানতে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন।
পারভেজ।
122/সি, বাকুশাহ মার্কেট, নীলক্ষেত, ঢাকা-1205।
মোবাইলঃ 01766199200
#ভোটার স্লিপ
0 Comments